---Advertisement---

চালু হবার কয়েক বছরের মধ্যেই নজর কেড়ে নিয়েছে পূর্বস্থলী ১ ব্লকের আইটিআই কলেজ।

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

বাদশা (পূর্ব বর্ধমান):- ইতিমধ্যেই প্লেসমেন্টের নিরিখে দেশের মধ্যে নবম স্থানে উঠে এসেছে এই কলেজটি। পরিচালন কমিটির দাবি, এখানের উন্নতমানের প্রশিক্ষনই ছাত্র ছাত্রীদের চাকরি পেতে সাহায্য করছে। সর্বপরি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নিয়মিত প্রশিক্ষনের বিষয়ে খোঁজ নেন, এমনকি পরিদর্শনও করছেন। ওই কলেজ সূত্রে জানাগিয়েছে, কভিড পরিস্থিতির মধ্যেও আইটিআই কলেজে পড়াশুনার বিরাম নেই। বর্তমানে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। মোট ১০ টি বিষয়ের উপর এখানে প্রশিক্ষন দেওয়া হয়। তার মধ্যে ফিটার, ইলেকট্রেশিয়ান। মেকানিক মোটর ভহিকল, মেকানিক রেফ্রিজিরেটর, এয়ারকন্ডিয়ন, সার্ভেয়ার, মেকানিক ডিজেল প্রভৃতি উল্লেখ যোগ্য। কলেজে আছে মোট ৬৭২টি আসন, তার মধ্যে এবার প্রশিক্ষন নিচ্ছেন ৫৫৫ জন।

এদিন ওই আইটিআই কলেজের প্রশিক্ষনের বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দেশে যত আইটিআই কলেজ আছে, তার মধ্যে নবম স্থানে রয়েছে বিদ্যানগর আইটিআই। আমার এবার চেষ্টা করছি মন্ত্রী হুমায়ন কবিরে সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন কম্পানিদের সঙ্গে নিয়ে আরো অ্যাওয়ারনেস ক্যাম্প করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়েছিলেন, আইটিআই এর মেধাবি ছাত্রছাত্রীদের জন্যে চাকরির ব্যবস্থা, প্রশিক্ষন নিয়ে নিজেদের কর্মসংস্থান করে নেওয়া। আমরা তার পরিকল্পনাই বাস্তবায়িত করতে চাইছি। বিভিন্ন আধিকারিকরা কলেজে এসে নিয়মিত খোঁজও নিচ্ছেন। বড়বড় কম্পানির সঙ্গে আমরা কথা বলছি। ওখনে টেলারিং শিখিয়েও একটা কর্মসংস্থানের পরিকল্পনা চলছে।

কলেজের অধ্যক্ষ্য তনুময় বৈরাগী বলেন, চাকরির দিশায় এই কলেজটি ছাত্র ছাত্রীদের নতুন করে পথ দেখাচ্ছে। সেপ্টম্বর থেকে টেলারিং প্রোডাকশন ইউনিট চালু হবে। বিভিন্ন কলেজের ইউনিফর্ম তৈরি করার দায়ভার বর্তাবে। প্রশিক্ষিতরা ঘরে বসেও এই ধরনের কাজ করতে পারবেন।

Leave a Comment