---Advertisement---

জিডি একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ডাবলু বি সি এস এক্সিকিউটিভ একুশ র‍্যাঙ্ক করা আকিল খানের

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

ডাব্লু বি সি এস এক্সিকিউটিভে রাজ্যে ২১ র‍্যাংক করে তাক লাগিয়ে দিল আকিল খান । বর্ধমান শহরের পীর বাহরামের নুরুল ইসলাম খান ও রোকেয়া বেগমের দুই সন্তানের জ্যেষ্ঠ পুত্র আকিল খান। এবছর ডাব্লু বিসিএস এক্সিকিউটিভে ২১ র‍্যাঙ্ক করে হবু বিডিও হতে চলেছে।উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে বর্ধমান সি এম এস স্কুল থেকে।

 অত্যন্ত মেধাবী ছাত্র আকিল।পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন বর্ধমান বিবেকানন্দ কলেজ থেকে।মুস্তাক হোসেন প্রতিষ্ঠিত জি ডি একাডেমির কথা জীবনে ভুলতে পারবেন না বলে জানালেন আকিল। আই এ এস শহিদুল ইসলাম সাহেব যেভাবে তাকে গাইড করেছেন তা ভুলার নয় বলে জানালেন আকিল ।

বর্তমানে জিএসটি অফিসার আকিল বর্ধমান অফিসে যুক্ত । রাজ্য সরকারের যুব সংসদ কুইজ প্রতিযোগিতায় তিনবার স্টেট চ্যাম্পিয়ন, একবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে আকিল। কুইজের প্রতি অসম্ভব ভালোবাসা আকিলকে এই জায়গায় নিয়ে এসেছে বলে সে জানায়। প্রথম থেকে ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ হওয়ার ইচ্ছা ছিল। এর আগেও সে ডাব্লু বিসিএস পাস করে জি এস টি অফিসার হয়েছেন।

সাড়ে তিন বছর চাকরি করা হয়ে গেছে আকিলের । পড়াশুনা খেলাধুলা সমস্ত বিষয়ে দক্ষ আকিল এলাকায় খুবই জনপ্রিয়। বাবা বর্ধমানের বড় বাজারে স্টেশনারি দোকান চালান। খান ব্রাদাস নামের দোকান চালিয়ে সংসার ও দুই ছেলের পড়াশোনা চালিয়ে গেছেন। ছেলের গর্বে গর্বিত বাবা নুরুল ইসলাম খান ও মা রোকেয়া বেগম। আকিল ছাত্রদের উদ্দেশ্যে বলেন অদম্য ইচ্ছা আন্তরিক চেষ্টা থাকলে কোন প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না সাফল্য ধরা দেবেই ।সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা স্বপ্ন দেখতে পারে তা প্রমাণ করেছে বর্ধমান শহরের পীরবাহারামের আকিল খান।