বাদশা(ঝাড়খণ্ড):-বুধবার ঝাড়খণ্ড রাজ্যে উন্নত প্রজাতির ৪০০টি নারকেল চারা বসিয়ে একটি বিশেষ প্রকল্পের সুচনা করলেন সামিয়ুন আগ্রো মেরিন এলএলবি নামে একটি সংস্থা। এরজন্য ওই রাজ্যের দুমকা জেলার ঝাড়মুন্ডির থানার বাসুকিনাথ অঞ্চলকে বেছে নেওয়া হয়। জানাগিয়েছে, সাধারণ মানুষকে অর্থকারী ফসল চাষে উদ্বুদ্ধ করা ওই সংস্থার মুল উদেশ্যে।
এদিন প্রায় ৭ হাজার স্কয়ার ফুট জুড়ে এই নারকেল চারা রোপন করা হয়। সংস্থার তরফে দাবি করা হয় এই নারকেল চারাগুলো ভিয়েতনাম প্রজাতির। তিন বছর পর থেকে ফলন শুরু হয়ে যায়। বছরে দুবার ফলন হয়। সর্বনিম্ন ২৫০টি করে একসাথে ফল ধরে। আলোচনা চক্রের পর স্থানীয় বাসিন্দারাও এদিন নারকেল চাষে আগ্রহ দেখাচ্ছেন। ঝাড়খণ্ড রাজ্যের রুখ্য মাটিতে মুলতো নারকেল গাছ কম জন্মায়। তবে এদিন ওই সংস্থার তরফে বলা হয়েছে, ঝাড়খণ্ডে এই গাছের বাড়বাড়ন্ত হবে। সেছাড়া উন্নত প্রজাতির আরবিয়ান খেজুড়, আদাও চাষ করেও তারা সাফল্য পেয়েছেন। আগামী দিনে বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডেও তার চাষ করা হবে।