---Advertisement---

রক্তসঙ্কট মেটাতে সোমবার পূর্বস্থলী ১ ব্লকের উত্তর শ্রীরামপুরে রক্তদান শিবির করলেন “প্রগতি” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

বাদশা(পূর্বস্থলি):-আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ। তাই রক্তসংকট মেটাতে সোমবার পূর্বস্থলী ১ ব্লকের উত্তর শ্রীরামপুরে রক্তদান শিবির করলেন “প্রগতি” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।  উদ্যোক্তাদের দাবি, আশেপাশের ব্লাড ব্যাংক গুলোতে রক্তের সঙ্কট চলছে। রুগিকে রক্তদেবার জন্য ডোনার খুঁজতে হচ্ছিল। রুগির পরিজনে্রা নাকাল হচ্ছিলেন। আমরা পরিস্থিতির কথা উপলব্ধি করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করি। প্রথম প্রচেষ্টাতেই আমরা ভালো সাড়া পেয়েছি।

এদিন কালনা মহকুমা ব্লাড ব্যঙ্কের কর্মীরা রক্তসংগ্রহ করতে এসেছিলেন। শিবিরে মোট ৭৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার তরফে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, সহ পূর্বস্থলী ১ ব্লকের বিডিও দেবব্রত জানা, পূর্বস্থলী ২ ব্লকের বিডিও সৌমিক বাকচি, নাদনঘাট থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়, পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়, বিএমওএইচ নৌমান শেখ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার পার্থ দে প্রমুখ।

Leave a Comment