নিজস্ব সংবাদ দাতা, গলসি, ৩০ শে জুলাই : গোহগ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামের ননীগড়ে দাসপাড়া এলাকায় দুশো জন দুস্থ মানুষের দুপুরের খাবারের আয়োজন করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এলাকার 15 টি দুস্থ পরিবারকে ত্রিপল বিতরণ করলেন তারা। উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন গোহগ্রাম পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ, অঞ্চল সভাপতি আশিস চ্যাটার্জি, কৃষি ক্ষেত মজুরের সভাপতি কৌশিক সাম বেশ কিছু তৃণমূল নেতা কর্মী।
ছবি : দুস্থদের খাবার বিতরন
জানা গেছে, সারা রাজ্যের সাথে সাথে গলসি এলাকায় চলছে লাগাতার বৃষ্টি। যার জেরে জলমগ্ন হয়েছে গলসির বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু জায়গায় বাড়িতে জল ঢুকে ভেঁঙে পরেছে। এমন অবস্থায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ওই গ্রামের ২০০ টি দুস্থ মানুষের দুপুর বেলার খাবারের আয়োজন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ১৫ টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেন তারা। অঞ্চল সভাপতি আশিষ চ্যাটার্জ্জী জানিয়েছেন, তাদের দলনেত্রী সবসময় মানুষের পাশে থাকতে বলেন। তাদের এলাকায় বহু দুস্থ মানুষ আছে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারনে অনেকের বাড়ির চাল চুঁইয়ে জল ঢুকছে। তারা ওই খবর পাওয়ায় পর গ্রামের বেশকিছু মানুষের হাতে একটি করে ত্রিপল তুলে দিয়েছেন। তাছাড়া পরে ওই পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন আশিষ বাবু। এমন দুর্যোগের দিনে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে পাওয়ায় খুশি হয়েছেন গ্রামের বেশ কিছু মানুষ।