---Advertisement---

ওরা মিডিয়া হিরো , সংবর্ধনা জানালো বর্ধমান রোটারীক্লাব , শিশুর হাতে উঠলো হুইল চেয়ার

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

কেকে মল্লিক (সংবাদদাতা) :সারা বছরই মানুষের পাশে সমাজের স্বার্থে ছুটে বেড়ায় ওরা৷ওরা খবরের তাগিদে পরে থাকে মাঠে ঘাটে ৷ ওরা সাংবাদিক ৷ বর্ধমানের রোটারীক্লাব দীর্ঘ সময় জেলায় সামাজিক কাজ করে চলেছে ৷ শনিবার শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক কে “মিডিয়া হিরো ” সন্মানে সন্মানিত করলো ৷ অনুষ্টানে শারিরীক ভাবে পিছিয়ে থাকা ছোট্ট এক শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হলো একটি হুইল চেয়ার ৷

অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের বিধায়ক খোকন দাস তার বক্তব্যে বর্ধমান রোটারীক্লাবের কর্ম পদ্ধতী এবং সারাবছরই মানুষের সেবায় তারা যে ভাবে কাজ করে চলেছেন তার প্রশংসা করেন ৷ করোনার সময় থেকে বর্ধমান রোটারীক্লাব সাধারন মানুষের প্রয়োজনে জুগিয়েছে অস্কিজেন ,তুলেদিয়েছে খাদ্য ৷ টিকার চাহিদা বাড়তে থাকায় নিজেদের উদ্যোগেই বর্ধমান রোটারীক্লাব টিকার ব্যবস্থা করে মানুষের সেবা করেছে ৷ এমন একটি প্রতিষ্ঠানের নতুন সংযোজন হলো সাংবাদিকদের ও সন্মানিত করা ৷ এই কাজ করতে পেরে আনন্দিত বর্ধমান রোটারীক্লাব ৷ শনিবারের এই অনুষ্ঠানে রোটারীক্লাবের পক্ষে হাজির ছিলেন ডা: মোহনশ্যাম কোনার , ডা: চন্দ্রজীৎ কুন্ডু, অর্জুন প্রসাদ শর্মা ছিলেন রোটারিয়ান সামন্তক হালদার সহ অন্যান্য সকল সদস্য বৃন্দ ৷

Leave a Comment