---Advertisement---

মুদাফর (দঃ)সার্বজনীন দূর্গাৎসব কমিটির উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচী পালন করা হলো।

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

পূর্বস্থলি:-(বাদশা)আজ সারা বিশ্বের পরিবেশ ভারসাম্যে তারতম্যের একটি প্রধান কারণ গাছ উচ্ছেদ। প্রাচীনকালে পৃথিবীর সমগ্র স্থলভাগের প্রায় অর্ধেক অংশ ছিল অরণ্যাবৃত। হারিয়ে গিয়েছে সেই অরণ্য, মানুষের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, তার সঙ্গে চলেছে সবুজের নিধন। কোমর বেঁধে কুঠার বা আধুনিক যন্ত্র সহযোগে গাছ কাটার জন্যে যেন ব্যস্ত হয়ে পড়েছে মানুষজন। জনারণ্যে হারিয়ে যাচ্ছে সবু জায়ন। বন কেটে বসত। পল্লী জীবনের সেই চিরন্তন ছবিটি চোখের সামনে যেন ঝাপসা হয়ে যাচ্ছে।

গাছ আমাদের প্রাণের বন্ধু, গাছপালা ছাড়া পৃথিবীতে অন্য কোনও জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। মুক্ত পরিবেশ, সবুজ প্রান্তর, দূষণ প্রতিকার করতে সুন্দর শ্যামল পরিবেশ গড়ে তুলতে, বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিশেষ ভূমিকা পালন করে। কথায় বলে, একটি গাছ একটি প্রাণ। সবুজহীন নগরজীবনে জনারণ্যে হারিয়ে যাওয়া এক কবির ব্যাকুল আবেদন ‘দাও ফিরে সে অরণ্য লও এ নগর’।

প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গাছ তাই

মুদাফর (দঃ)সার্বজনীন দূর্গাৎসব কমিটির উদ্যোগে বুধবার বিকেলে গাছ বিতরণ কর্মসূচী পালন করা হলো।।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিবাকর ঘোষ ,,পল্লদ ঘোষ,বংশিবদন ঘোষ,ভবানি প্রসাদ ঘোষ,,সঙ্গিৎ ঘোষ

Leave a Comment