---Advertisement---

কোভিড পরিস্থিতির জন্য এবারও বন্ধ পূর্বস্থলী এর ঐতিহ্যবাহী “গাছের মেলা”।

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

বাদশা(পূর্ব বর্ধমান):-কোভিড পরিস্থিতির জন্যে এবারো পূর্বস্থলী – ১ ব্লকের ঐতিহ্যবাহী “গাছের মেলা” স্থগিত রাখার সিন্ধান্ত নিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। তবে মেলা বন্ধ হলেও পূণ্যার্থীরা কোভিভ বিধি মেনে ব্রাহ্মনী মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন। আগামী মঙ্গলবার ওই মেলা উপলক্ষে হাজার হাজার পূণ্যার্থীর সমাগম হবার কথা ছিল। শ্রাবণ সংক্রান্তির দিনে তারা ব্রাহ্মনী বা মা মনসার কাছে পুজো দিতে আসেন। সেই উপলক্ষে বিশাল এলাকা জুড়ে মেলা বসতো। একদিকে যেমন নানা গাছের চারা থেকে কাঠের নানা আসবাসপত্র বিক্রি হতো।

জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মেলা কমিটির সভাপতি সুভাষ ঘোষ বলেন, এবার কোভিভ বিধি মেনে পূণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করতে হবে। স্যানেটাইজারের পর মুখে মাস্ক পরে থাকতে হবে। পঞ্চায়েতের তরফে আমরা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড করে দেব। তবে ঐতিহ্যবাহী মেলা এবার বসতে দেওয়া হবেনা। যদিও এই মেলা ৫০০ বছরের প্রাচীন। দূরদুরন্ত থেকে পূণ্যার্থীরা আসেন। এই পুজো ঘিরে চাঁদ সওদাগর, বেহুলা, লখিনদরের স্মৃতি রয়েছে। ৭ দিন ধরে মেলা রেশ চলে। কিন্তু কোভিড বিধি আমাদের সকলকেই মেনে চলতে হবে। ফলে পুজো চলতে দিলেও, মেলা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া-কাটোয়া রেলপথে ভান্ডারটিকুরি রেলস্টেশনের কাছেই ব্রাহ্মানী তথা মনসা মন্দির। আবার কালনা-কাটোয়া রোডে জাহান্নগর মোড থেকে ৫ মিনিট লাগে ব্রাহ্মানীতলায় আসতে। পুজো ৩ দিন আগে থাকতেও এলাকায় মেলা বসার প্রস্তুতি শুরু হয়ে যায়। এলাকার লোকজন আনন্দে মেতে ওঠেন। তবে করোনার কারনে এবার সেই ঐতিহাসিক মেলা বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment