নিজস্ব প্রতিনিধি(পূর্ব বর্ধমান):-রায়না থানার অন্তর্গত ফকিরপুর বাস স্টপেজ সন্নিকট একটি চায়ের দোকানের সামনে একটি বাইকে রাখা টুল বক্স থেকে একটি ব্যাগ সমেত টাকা নিয়ে চম্পট দেয় ছিনতাই কারি দুই যুবক। মুহুর্তের মধ্যে খবর যায় রায়না থানার অন্তর্গত সেহারাবাজার পুলিশ ফাঁড়ির বড় বাবুর কাছে। সঙ্গে সঙ্গেই সমস্ত থানাকে জানানো হয় বিষয়টি। সর্বশেষ পাওয়া অবধি পুলিশ সূত্রে জানা যায় জামালপুর থানার পুলিশ আটক করেছে ওই দুই ছিনতাইকারী যুবককে সাথে সাথেই একটি বাইক ও আটক করে জামালপুর থানার পুলিশ এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৭৫ হাজার টাকা। রায়না থানার অন্তর্গত সেহারাবাজার সন্নিকট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা থেকে ৭৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন শৈলেন মুখার্জী। ওনার বাড়ি খণ্ডঘোষ থানার কৈয়ড় গ্রামে। ব্যাংক থেকে টাকা তোলার পর একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন শৈলেন মুখার্জী। হঠাৎ করেই দুই যুবক বাইকে চেপে আসে এবং মুহূর্তের মধ্যেই টুল বক্স থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। পুলিশ সূত্রে জানা যায় বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের আরামবাগের দিক থেকে এসেছিল ছিনতাইকারীরা তারপর বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক ধরেই বর্ধমানের দিকে দ্রুতগতিতে বাইক নিয়ে চম্পট দেয়। বিষয়টি পুলিশের অবগত হওয়ার পরই চতুর্দিকে সমস্ত থানায় খবর দেওয়া হয়। তারপরই নাকা চেকিং এর মাধ্যমে জামালপুর থানার পুলিশ বাইক এবং টাকা ভর্তি ব্যাগ সহ দুই যুবককে আটক করে। টাকার মালিক শৈলেন মুখার্জী বলেন খুবই চিন্তায় ছিলাম। টিউশন পরিয়ে এবং চাষ বাস করেই চলে সংসার। পুলিশ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান শৈলেন মুখার্জী। তিনি বলেন পুলিশের এই ধরনের ভূমিকা না থাকলে আমি আমার টাকা ফেরত পেতাম না।
---Advertisement---
LATEST ARTICLES
Updated On: