---Advertisement---

নাদনঘাটের সাহাজাদপুরের এক পিতৃ মাতৃহীন নাবালক আলিফ খাঁর জীবন সংগ্রামের কাহিনি ডিডিএন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

বাদশা(পুর্ব বর্ধমান):-নাদনঘাটের সাহাজাদপুরের এক পিতৃ মাতৃহীন নাবালক আলিফ খাঁর জীবন সংগ্রামের কাহিনি ডিডিএন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিভিন্ন স্তরের মানুষজন ও আসছেন সাহাজাদপুরে । ইতিমধ্যেই পূর্বস্থলী ১ নম্বর ব্লকের BDO সহ বেশ কিছু আধিকারিকরা এসেছিলেন ওই নাবালকের কাছে। তারা সরকারি সাহায্যের আশ্বাস দিয়ে গিয়েছেন । এছাড়া বিভিন্ন জেলা থেকেও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের আসা শুরু  হয়েছে। আলিফের জন্য খাবার নিয়ে আসছেন তারা । শনিবার নদিয়া জেলার নবদ্বীপের একটি স্বেচ্ছাসেবী সংস্থা “অচলায়তনের” কয়েকজন সদস্যরা আসেন ওই নাবালকের কাছে।

বেশকিছু  শুকনো খাবার তারা নিয়ে এসেছিলেন । ওই দলের এক সদস্য সৌম্য চক্রবর্তী বলেন, কয়েকদিন আগে ডিডিএন নিউজে আমারা এই নাবালকের খবরটি জানাতে পারি…

উপস্থিত ছিলেন মদনমোহন দাস গুপ্ত,,রাজশ্রী দত্ত ,বিশ্নু দেবনাথ।

Leave a Comment