---Advertisement---

শিক্ষকরা চাইলে বাড়ির কাছে বদলির আবেদন করতে পারবেন, নয়া প্রকল্প ‘উৎসশ্রী’র ঘোষণা মমতার

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

(S.B)

শিক্ষক-শিক্ষিকাদের বদলি  নিয়ে হয়রানির দিন এ বারে শেষ হতে চলেছে। বাড়ির কাছে বদলি পেতে ‘উৎসশ্রী’ প্রকল্প  শুরু হচ্ছে শীঘ্রই। মাত্র একটি ক্লিকেই ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা এ বারে বদলির আবেদন জানাতে পারবেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়েছেন।এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উৎসশ্রী নামে একটি পোর্টাল  চালু করছে রাজ্য।

যে সব শিক্ষক নিজের জেলায় বাড়ির কাছে বদলি চান তাঁরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। মমতা বলেন, ‘‘অনেক শিক্ষক নিজের জেলায় বাড়ির কাছে বদলি হতে চান। কিন্তু একটা স্কুলের সবাই যদি নিজের জেলায় বদলি হয়ে যান তা হলে তো সমস্যা। তাই এই পোর্টাল করা হয়েছে। যাতে কোনও স্কুলে শিক্ষকের সমস্যা না হয় সেটা মাথায় রেখে বদলি করা হবে।’’ শিক্ষক-শিক্ষিকারা আবেদন করলে শিক্ষা দফতর সেই আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Leave a Comment