বাদশা(পূর্ব বর্ধমান):-পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের রাহাতপুর এবং দক্ষিণ বাটি গ্রামের ভিন্ন বাড়িতে গিয়ে তালের আটি সংগ্রহ করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শনিবার সন্ধ্যায় এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন সমুদ্র পঞ্চায়েতের প্রধান সোমা রানী বিশ্বাস সহ অন্যান্যরা।
চলতি বছরে রাজ্যের একাধিক জেলায় বজ্রাঘাতে অনেক পরিবারকে তাদের প্রিয়জনকে হারাতে হয়েছে,
উল্লেখ্য বজ্রাঘাতে প্রাণহানির রুখতে পারে তালগাছ ও নারকেল গাছের মতো লম্বা গাছ তাই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে ফাঁকা মাঠে ,নদ-নদী খাল বিলের মত এলাকায় বছর খানেক আগেই এই ধরনের গাছ লাগানোর সিদ্ধান্ত নেন প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বছরভর তিনি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গাছের আঁটি সংগ্রহের কাজ ও শুরু করেন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন” যে কোনও গাছই আমাদের প্রকৃত বন্ধু । বজ্রপাত যেহেতু সাধারণত উঁচু কোন কিছুতে আঘাত করে, সেজন্য উঁচু গাছ হিসেবে তালগাছকেই বেছে নিয়েছেন বজ্রপাত ঠেকানোর জন্য।বজ্রপাতের হাত থেকে প্রাণহানি রখতে ফাঁকা জায়গায় তাল গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এই কারণেই আঁটি সংগ্রহ করে রাখা হচ্ছে।