---Advertisement---

বাবার মৃত্যু শোকে আত্মঘাতী ছেলে, পাশাপাশি জ্বলছে দুই চিতা

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

খণ্ডঘোষ:-কৈয়র অঞ্চলের তোড়কোনা গ্রামে বাবার মৃত্যুর শোকে আত্মঘাতী হল ছেলে।মৃত কার্তিক রুইদাস পেশায় একজন রাজমিস্ত্রি কার্তিক রুইদাস-এর দুই ছেলে, বড় ছেলে অলোক রুইদাস ও ছোট ছেলে অশোক রুইদাস। দিন কয়েক আগে হটাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন  কার্তিক রুইদাস ফলে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, পরিবারের সদস্যরা ওই হাসপাতালের চিকিৎসায় খুশি ছিলেন না, তাই সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রোগী কার্তিক রুইদাস-কে নিয়ে যাওয়া হয়  নার্সিংহোমে। দুর্ভাগ্যবশত সেখানেও শরীরের অবস্থা একই থাকে রোগীর। বড় ছেলে অলোক রুইদাস জানান, “বাবাকে উক্ত নার্সিংহোম থেকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় দুর্গাপুরে।”

কিন্তু শরীরের তেমন উন্নতি সেখানেও হয়নি, শেষমেষ হার মানতে বাধ্য হন কার্তিক রুইদাস সহ তার পরিবার। এরপর সোমবার বিকেল ৫ টা নাগাদ মারা যায় কার্তিক রুইদাস। এদিকে সেই খবর শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি ছোট ছেলে অশোক রুইদাস। হাসপাতালের ৫ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজেকে দুনিয়া ছাড়া করে সে, আত্মহত্যা করে অশোক। অনুমান বাবার মৃত্যুর শোক সইতে না পেরেই এমন অঘটন ঘটায় অশোক। প্রতিবেশী সূত্রে খবর, ছোট ছেলে মৃত অশোক রুইদাস ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। পড়াশোনায় বরাবরই ভালো ছিল অশোক। এমনকি পড়াশোনা সূত্রে আগামীতে ব্যাঙ্গালোরে যাওয়ারও পরিকল্পনা ছিল বলে জানায় দাদা অলোক রুইদাস। অন্যদিকে একই দিনে বাড়ির কর্তা ও ছেলের চিতা পাশাপাশি জ্বলতে দেখায় ভেঙে পড়েছে গোটা পরিবার সহ গোটা গ্রাম।শুধু,p তাই নয় এই ঘটনার জেরে স্তম্ভিত হয়ে আছে গোটা তোড়কোনা গ্রাম।

Leave a Comment