---Advertisement---

তেলেভাজা বিক্রিতে অভিনব পদ্ধতি

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আবার এই লকডাউন এর সময়কালেই চলছে পবিত্র মাহে রমজান। এবারের রমজান মাস যেকোনো সময়ের চাইতে একদমই আলাদা তা বলাই বাহুল্য। এখন দুনিয়া ব্যাপী একটা নীরব যুদ্ধ চলছে।

এই পবিত্র রমজানে ঘরে বাইরে একটা ব্যাস্ততার চিত্র দেখা যায়, প্রতিদিনের কর্ম ব্যাস্ততা কাটিয়ে ইফতারের সময় এ ঘরে ফেরার একটা তারা থাকে রোজা পালনকারী ব্যাক্তিদের। কিন্তু এইবার যেন সবকিছুই বিলীন হয়ে গেছে। এইসব কিছু কে মেনে নিয়ে ইফতার করা ব্যাক্তিদের উদ্দেশ্যে এক অভিনব পদ্ধতিতে তৈরি করছে সিঙ্গারা।

লকডাউন এর জেরে দোকান খোলার কোনো উপায় নেই তাদের। কিভাবে চলবে জীবন জীবিকা? অপরদিকে কিভাবেই রমজানের যাবতীয় জিনিস ক্রয় করবে রোজাদাররা এখন সেটাই বড় প্রশ্ন। দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাতে নিরুপায় হয়ে বাড়িতে বসেই তৈরি করছে সিঙ্গারা হাওড়া জেলার শিবপুর এলাকার 33নং ওয়ার্ড এর এক মহিলা। তবে সেটা করছে সব কিছু পদ্ধতি কে মান্যতা দিয়েই।

Leave a Comment