---Advertisement---

গ্রীন থানার উদ্যোগ নিচ্ছেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী |

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

দক্ষিণ দামোদরের থানা গুলি গ্রীন থানা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হলেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী। ৬ই আগস্ট সেহারা বাজার বাসস্ট্যান্ডে দক্ষিণ দামোদর প্রেসক্লাব ও গাছ গ্রুপের তরফ থেকে একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেই অনুষ্ঠানে তিনি বলেন থানা সবুজ হোলে এতে যেমন পরিবেশ উপকৃত হবে তেমনি থানায় যারা থাকবে এবং আসবে তাদেরও মন অনেক ফ্রেশ হবে। দক্ষিণ দামোদর প্রেসক্লাব ও গাছ গ্রুপকে তিনি অনেক অনেক ধন্যবাদ জানান। বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন আই পি এস শ্রীনিবাসন এমপি, জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক হাজী কুতুব উদ্দিন,

ওসি খন্ডঘোষ সুব্রত বেরা, ওসি রায়না সৈকত মন্ডল, সেহারা ট্রাফিক ওসি প্রদীপ পাল, সেহারা আউটপোস্টের ওসি প্রীতম বিশ্বাস, এস আই সুকল্যাণ বস, ডাক্তার নওশাদ, ডাক্তার অন্তরণ দেব, দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সভাপতি বৈদ্যনাথ কোনার সহ দক্ষিণ দামোদরের সমস্ত সাংবাদিকরা এবং গাছ গ্রুপের বহু সদস্য উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট অতিথিদেরকে সম্মাননা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম।