অবশেষে রাজ্যে চালু হচ্ছে নিয়মিত পঠনপাঠন, দীর্ঘ ২০ মাস পর কার্যত খুলছে স্কুল । তবে প্রাথমিক ভাবে সব কালস এখনই চালু হচ্ছে না। আজ উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথমে আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল কলেজ খোলার ঘোষণা করেন এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু ওই দিন বীরসা মুন্ডার জন্মদিন। ফলে একদিন পিছিয়ে ১৬ নভেম্বর স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
এদিকে শিক্ষাদপ্তর সূত্রে জানা যাচ্ছে , ১৬ নভেম্বর থেকেই স্কুলের নবম থেকে দ্বাদশ ও কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত চালু থাকছে অনলাইন ক্লাসই। এই শ্রেণিগুলির অফলাইন ক্লাস কবে শুরু হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে প্রত্যেক ক্লাস কে দুই ভাগে ভাগ করে দেওয়া হতে পারে। তবে যে সমস্ত ক্লাসে ৩০ এর কম পড়ুয়া রয়েছে তাদের একবারই ক্লাস হতে পারে। অন্যদিকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিভাগে শিক্ষকেরা স্কুলে বসে অনলাইন ক্লাস নিতে প্রবেন। সেই পরিকল্পনা চলছে। তবে এই ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই শিক্ষাদপ্তর প্রকাশ করবে।
অন্যদিকে স্কুলে আসার ব্যাপারেও নির্দিষ্ট গাইডলাইন মেনেই পড়ুয়াদের স্কুলে আসতে হবে। স্কুলে আসতে গেলে পড়ুয়াদের যে সকল গাইডলাইন মানতে হবে, তার একটা খসড়া তৈরি করছে রাজ্য সরকার। কলেজ খুললেও, সেখানে আসতে গেলে পড়ুয়াদের কোন কোন নিয়ম মানতে হবে, সেই বিষয়েও নির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে সরকার। এছাড়াও করোনায় কোনও পড়ুয়াদের বাবা বা মায়ের কোভিডে মৃত্যু হলে সে তথ্যও জানাতে হবে।