---Advertisement---

৩দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলায় চাষের ক্ষতি নিয়ে রিপোর্ট গেল নবান্নে।

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত ৩দিনের প্রবল বৃষ্টিপাত এবং বিভিন্ন নদীর জলে প্লাবিত হয়ে পূর্ব বর্ধমান জেলায় চাষের ক্ষতি হল ১৪০টি গ্রাম পঞ্চায়েতের ১০৮৩টি মৌজা। সোমবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্নে পাঠানো হল এই ক্ষতির তালিকা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এই ৩দিনের বৃষ্টিতে জেলায় ধান চাষের ক্ষতি হয়েছে ৬৭ হাজার ৮০২হেক্টর এলাকায়। পাটের এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে ২৫০ হেক্টর এবং সব্জি চাষের ক্ষতি হয়েছে ২৫০ হেক্টর।

উল্লেখ্য, এখনও পর্যন্ত চলতি আমন চাষে গোটা জেলায় চাষ হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৬৫৭ হেক্টর এলাকায়। পাট চাষ হয়েছে ৪৫০ হেক্টর এলাকায় এবং সব্জী চাষ হয়েছে ৪৮৫ হেক্টর এলাকায়।

Leave a Comment