নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, গলসি : গলসি ১ নং ব্লকের পুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। এদিন তাদের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি তাদের উদ্দ্যোগে পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত ও পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয় ও পঞ্চায়েত অফিসে পতাকা উত্তোলন করেন পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম।
ছবি : পুরসা দলীয় কার্যালয়ে কচিকাঁচাদের ভিড়
তাছাড়া পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করেন গলসি বিধায়ন নেপাল ঘরুই। স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গনে দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্য দান ও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, বিধায়ক নেপাল ঘরুই, গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ সারথি মন্ডল, জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি জাকির হোসেন, পুরসা ব্লক প্রাথমিক কেন্দ্রের বিএমওএইচ ডাঃ ফারুক হোসেন, পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম, অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা সেখ কামালউদ্দিন, রিয়াজুল মন্ডল, তপন মিদ্দ্যা সহ দলীয় নেতা কর্মীরা।
ছবি : পুস্পার্ঘ নিবেদন করছেন তৃণমূল নেতারা
তাছাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা সেখ কামাল উদ্দিনের নেতৃত্বে এদিন পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল বিতরন করা হয়। তিনটি জায়গায় আগত কচিকাঁচা সহ সকল মানুষকে মিষ্টিমুখ করানো হয়। হাসপাতালের রোগী আত্মীয়রা বলেন, আজকের দিনে তাদের ফল প্রদান করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা ওই উদ্দোগে বেশ খুশি হয়েছেন। ব্লক তৃণমূল যুব সভাপতি পার্থ সারথি মন্ডল বলেন, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা পেতে বহু রক্ত ঝড়েছে। তাই আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ভাবে আজকের দিনটি পালন করছি।
ছবি : জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে
তৃণমূল নেতা সেখ কামালউদ্দিন বলেন, এলাকার বিভিন্ন জায়গার তৃণমূল কর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেছেন। কোথাও কোথায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। রোগীদের পাশে থাকতে তারা হাসপাতালে ফল বিতরন করেছেন। ব্লক নেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাকির হোসেন বলেন, হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই সকলের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। আমাদের পূর্ব পুরুষরা বহু লড়াই করে ইংরেজদের গোলামী থেকে আমাদের মুক্ত করেছেন। সারাদেশ জুড়ে তাই আজ স্বাধীনতা দিবস পালন করছি আমরা সকল দেশবাসী। পাশাপাশি আমাদের কর্মীরা আজ ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল বিতরন করেছেন। আমরা ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শ্রদ্ধার সহিত পালন করেছি। আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।