দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতর মালিপাড়া ও বনপুকর গ্ৰামে দুজন অসহায় বৃদ্ধা অতি কষ্টে দিন কাটাচ্ছেন । লকডাউন এর ফলে ঠিক মতো খেতে পাচ্ছেন না বলে জানান অসহায় বয়স্ক বৃদ্ধা।
এমতো অবস্থায় পাশে দাঁড়ালেন কুশমন্ডি গ্ৰাম কল্যান সোসাইটির সভাপতি বিষ্ণু সাহা । ওই বৃদ্ধাদের সঙ্গে কথা বলে খাওয়ার ব্যাবস্থা করেন তিনি । এই প্রসঙ্গে আমিনা খাতুন নামে এক অসহায় বৃদ্ধা জানান, কুড়ি বছর ধরে বিছানায় পড়ে আছি আমাকে দেখার কোনো লোক নেই, গ্ৰামের কিছু কেমন সাহায্যের দরুন কোনো মতে খেয়ে বেঁচে আছি। ওষুধ কেনার টাকাও নেই।
বিষ্ণু বাবু নিজেস্ব উদ্যাগে অসহায় বৃদ্ধা দের উদ্দেশ্যে আজ কিছু খাদ্য সামগ্ৰী তুলে দিলেন।
এই প্রসঙ্গে অসহায় অন্য এক বৃদ্ধা লতা মালাকার তিন দিন ধরে না খেতে পেয়ে পড়ে রয়েছে। বনপুকুর গ্ৰামেও মানবিক পরিচয় দিলেন বিষ্ণু বাবু ।
তিনি ওই দুই অসহায় বৃদ্ধা দের আজ খাওয়ার সামগ্ৰি তুলে দিলেন। পাশাপাশি তিনি কুশমন্ডি ব্লক প্রশাসন কাছে এই অসহায় পরিবারের জন্য সাহায্য এর আরজি ও জানান ।
এক গ্ৰামবাসী রেজাউল ইসলাম জানান এই দুই পরিবারে অসহায় বৃদ্ধা এক বেলা খায়, আবার না খেয়েও দিন কাটায়। গ্ৰামের মানুষের সাহায্যে দিন চলে।
আমরা চাই ব্লক প্রশাসন থেকে এই দূই পরিবার কে সাহায্য করা হোক । এই প্রসঙ্গে কুশমন্ডি গ্ৰাম কল্যান সোসাইটি সভাপতি বিষ্ণু সাহা বলেন সত্যি এই দুই পরিবার কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।এই দুই পরিবারের সঙ্গে কথা বলে নিজেস্ব উদ্যাগে কিছু খাওয়ার সামগ্রী দিলাম। পাশাপাশি কুশমন্ডি ব্লকপ্রশাসনের কাছে সাহায্যের আরজি ও জানাচ্ছি ।