বাদশা(পূর্বস্থলী):-এবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২টি জায়গায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা কেন্দ্রে খোলা হতে চলেছে। রবিবার নিজেই এই পরিষেবা কেন্দ্র খোলার বিষয়টি জানিয়েছেন মন্ত্রী। বিশিষ্ট শিক্ষকরা ওই পরিষেবা কেন্দ্রে উপস্থিত থেকে পরিচালনা করবেন। এর মধ্যে প্রথমটি এসটিকেকে রোডের হেমাতপুর মোড়ে। অন্যটি ধাত্রীগ্রাম – সাতগাছিয়া রোডের মোধপুরে। অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবার জন্য দরখাস্ত করা, ছাত্রছাত্রীদের কনভেন্সকরা, বলা। স্কুলের সঙ্গে যোগাযোগ রাখা প্রভৃতি।
স্বপনবাবু বলেন, তাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবি বি এস প্রভৃতি পড়তে চায়, তাদের আমরা গাইড করবো। এই কেন্দ্রে আমরা রাজনৈতিক লোকজনদের রাখবো না। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক দেবাশিষ নাগ, বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিভাষ বিশ্বাস, প্রসেনজিত সরকার প্রভৃতি শিক্ষকরা থাকবেন। কালনার জন্য আমরা শিক্ষারত্ন শিক্ষক তাপস কার্ফার কথা ভেবে রাখেছি। আশা করি কিছুদিনের মধ্যেই এই পরিষেবা কেন্দ্রগুলো চালু করে ফেলবো।
প্রসঙ্গত, রবিবার পূর্বস্থলী ১ ব্লকে স্টুডেণ্ট ক্রেডিট কার্ড সম্বন্ধীয় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের অধ্যক্ষ দেবাশিষ নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীলিপ মল্লিক সহ প্রায় ২০০ জন ছাত্রছাত্রী। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা কি ভাবে সরকারি ঋনের জন্য আবেদন করবেন, কি ধরনের কোর্স পড়লে সরকারি চাকরি পাওয়া যেতে পারে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভা চলাকালিন অ্যান্ডুয়েড ফোনে মাধ্যমে ছাত্রছাত্রীদে্রা সঙ্গে কথা বলেন মন্ত্রী। বিশেষ কারনে তিনি কলকাতায় আছেন। এদিন সেখানে থেকেই তিনি ভার্চুয়াল সভায় ছাত্রছাত্রদের বার্তা দিলেন। সভায় উপস্থিত অনেক ছাত্রছাত্রীই সেদিন স্বপনবাবুর কথা শুনে আপ্লুত হয়ে পড়েন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরিক্ষার পর অনেক পড়ুয়ারাই অর্থের অভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারেন না।
এবার মন্ত্রী স্বপন দেবনাথের এই প্রচেষ্টা নিয়ে পূর্বস্থলীবাসীরা তাকে সাধুবাদ জানিয়েছেন। প্রবল উচ্ছাস শুরু হয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও।