পঞ্চায়েত প্রধানের অকাল মৃত্যুতে স্মরন সভা করলো তৃণমূল কংগ্রেস
প্রতিনিধি : আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বাগ্দীর আকস্মিক প্রয়াণে বুধবার স্মরণ সভা আয়োজন করল গলসি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। স্মরণ সভার শুরুতেই স্বর্গীয় অশোক বাগ্দীর প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। পাশাপাশি অশোক বাগদি পরিবারের হাতে আর্থিক সহায়তা করা হয়। ওই স্মরণ সভার সভাপতিত্ব করেন এলাকার বিধায়ক নবীনচন্দ্র বাগ।
ছবি : স্মরন সভা মঞ্চে আগত তৃণমূল নেতারা
উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী, জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দনা মাঝি, খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জামালপুরে বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আশরাফ উদ্দিন, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী। এছাড়াও গলসি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন কুমার মন্ডল, যুব সভাপতি হেমন্ত পাল সহ এলাকার নেতৃবৃন্দরা।

ছবি : স্মরন সভা মঞ্চে সামনে তৃণমূল কর্মীরা
বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, আমাদের এই অঞ্চলের যিনি প্রধান অশোক বাগ্দী খুবই ভাল মানুষ ছিলেন। তিনি শিক্ষক দিবসের দিন হঠাৎই বুকে যন্ত্রনা অনুভবে করলে তাকে প্রথমে আদড়াহাটী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তারপরই সেখান তার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়। যা আমাদের সকলের কাছে খুবই দুঃখজনক। আমরা তাকে মনে রাখতেই তার গ্রামে এই ম্মরন সভার আয়োজন করেছি।