---Advertisement---

লক ডাউনের কারণে ১৪০০ কিমি দূরে আটকে ছেলে, ৩ দিন ধরে স্কুটার চালিয়ে বাড়ি নিয়ে এলেন মা

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

ডি ডি এন বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ফলে যানবাহন একেবারেই বন্ধ। যারা ভিনরাজে বা ভিনজেলায় আটকে পড়েছেন, লকডাউনের কারণে বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। লকডাউনের ফলে ১৪০০ কিমি দূরে আটকে রয়েছেন ছেলে। কোনো ভাবেই বাড়ি ফিরে আসতে পারছেন না। অবশেষে মা তিনদিন ধরে নিজে স্কুটার চালিয়ে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলেন। জানাযায় , তেলেঙ্গানা থেকে স্কুটারে করে গিয়ে পাশের রাজ্য অন্ধ্র প্রদেশের নেল্লোর থেকে তাকে উদ্ধার করলেন মা ছেলেকে । এ জন্য তিনদিনের বেশি স্কুটার চালাতে হয়েছে তাঁকে।

৪৮ বছরের ওই সাহসী মহিলার নাম রাজিয়া বেগম। হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নিজামাবাদের বোধানে একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা তিনি।

১৫ বছর আগে রাজিয়া স্বামীকে হারিয়েছেন,রাজিয়া বেগম সংসার বলতে ২ ছেলে, একজন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আর ছোট নিজামুদ্দিন, বয়স ১৯, ডাক্তারি প্রবেশিকার প্রস্তুতি নিচ্ছে।

১২ মার্চ বন্ধুকে পৌঁছে দিতে নেল্লোরের রহমতাবাদ যায় সে। এর মধ্যে শুরু হয় লকডাউন, নিজামুদ্দিন নেল্লোরেই আটকে পড়ে। মাকে ফোন করে সে বলেছিল, যেভাবে হোক, বাড়ি ফিরতে চায়। শুনে রাজিয়া ঠিক করেন, ছেলেকে ফিরিয়ে আনবেন তিনি।

পুলিশের অনুমতি নিয়ে সোমবার সকালে শুরু হয় তাঁর যাত্রা। ছেলেকে নিয়ে যখন ফেরেন, তখন বুধবার সন্ধে।

রাজিয়া জানিয়েছেন, বড় ছেলেকে পাঠানোর সাহস পাননি তিনি, কারণ পুলিশ ভাবতে পারে, সে বাইক নিয়ে ফাঁকা রাস্তায় ফুর্তি করতে বেরিয়েছে, গ্রেফতার করতে পারে। তাই দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। প্রথমে গাড়ি নেওয়ার কথা ভাবলেও পরে ঠিক করেন, নিজের টু হুইলারেই যাবেন।

সেই মত ছেলেকে ফিরেতে মা স্কুটার নিয়ে বেড়িয়ে পরে এবং ছেলেকে নিয়েই ফিরেন।

 

 

Leave a Comment