---Advertisement---

করণা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন তীব্র খাদ্য সংকটে দিন দরিদ্র মানুষেরা

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

এবাদত ইসলাম (রায়না )

দিন আনা দিন খাওয়া মানুষের হয়রানির শেষ নেই। ক্ষেতে, খামারে, পরের বাড়িতে কিংবা অফিস বয় এর কাজ করে কোনোরকম চলতো তাদের সংসার।

করোনার আতঙ্কে চলছে লকডাউন, এই লকডাউন থাবা বসাচ্ছে গরিব, অসহায় পরিবারে। দুবেলা দুমুঠো অন্ন জোগাতে তারা যেন দিশেহারা হতে বসেছে।

সেইসব মানুষদের কথা চিন্তা ভাবনা করে এগিয়ে এলো, রায়না এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিকের উদ্যোগে শ্যামসুন্দর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিতিতে চাল, ডাল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হলো এলাকার দুস্থ মানুষদের মধ্যে ।

 

 

Leave a Comment