রাহুল রায় (কাটোয়া )পূর্ব-বর্ধমানের দাঁইহাট পৌরসভার পাতাইহাটের সেবা সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর দুদিনের বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ উত্সব শুরু হল সেবা সংঘের সন্নিকটে ক্রীড়া প্রাঙ্গনে। গতকাল সকাল ৮টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সেবা সংঘের পক্ষ থেকে জানা যায়,৪ জন মহিলা সহ ২৫জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও রয়েছে।সংগীত, নৃত্য, আবৃত্তি, প্রশ্নোত্তর পর্ব,বসে আঁকো প্রতিযোগিতা আজ তার পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ আনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিন্দম ব্যানার্জী,মহকুমা প্রাথমিক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি সেখ আবুবকর,শিক্ষক সারাফত হোসেন,ক্লাবের সভাপতি পরেশচন্দ্র ঘোষ,ক্লাবের প্রাক্তন সভাপতি দেবাশিস রায় সহ ক্লাবের সদস্যরা। পুতুলনাচ অনুষ্ঠিত হবে। রাত্রিতে আলোকজ্জ্বল আতসবাজির মধ্যে ২০১৯ শালকে বিদায় জানাবেন ক্লাবের সকল সদস্যরা।
পূর্ব-বর্ধমানের দাঁইহাট পৌরসভার পাতাইহাটের সেবা সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ উত্সব
By Admin
Published On: