মৃত্যুঞ্জয় যশ (মন্তেশ্বর)পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যমগ্রাম কল্পতরু ভবনে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কল্পতরু উৎসব পালিত হল। ভগবান শ্রী রামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটী তে কল্পতরু হয়েছিলেন আজকের দিনে এইজন্যই কল্পতরু দিবস পালিত হয়। উৎসব পদার্পণ করলো 24 বছরে । কল্পতরু ভবনের প্রতিষ্ঠাতা কীর্তন রস সাগর অখিল বন্ধু চট্টোপাধ্যায়। মন্দিরে মঙ্গল আরতি ও সানাই এর মধ্যে দিয়ে ঠাকুর রামকৃষ্ণ মা সারদার স্বামীজী মহারাজের পূজা অনুষ্ঠিত হলো। নাটমন্দিরে হরিনাম সংকীর্তন ভক্তিগীতি বাউল কথামৃত পাঠ অনুষ্ঠিত হয়।
---Advertisement---
LATEST ARTICLES
Updated On: