বাদশা(পুর্ব বর্ধমান):-ভাদ্রমাসের অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই রাতেই কৃষ্ণের পিতা তাকে গোকুলে রেখে আসেন। সেই স্মরনীয় দিন উপলক্ষে সোমবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শুধু ভারতেই নয় এদিন পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণনামে মজেছেন কৃষ্ণপ্রেমীরা। তবে, এবার করোনা আবহে এই উৎসবের রং অনেকটাই ম্লান।
মথুরার পাশাপাশি, পূর্ব-বর্ধমানের পূর্বস্থলীতে এদিন জন্মাষ্টমী উৎসবে মেতেছেন ভক্তরা। ভোর থেকে পূর্বস্থলী পঞ্চায়েতের পুরাতন বাজারপাড়ায় খোল-করতাল-হারমোনিয়াম সহকারে কৃষ্ণনাম শুরু করেন ভক্তরা। সেই সঙ্গে চলে পুজাপাঠ। স্থানীয় ভক্তদের দাবি, এখানে প্রায় দেড়শো বছর পূর্বে জন্মাষ্টমীর নাম-কৃত্তীনের সুচনা হয়েছে। পূর্বে এই চত্বরে বিশাল আকৃতির দুটি অশ্বথগাছ ছিল।
সম্প্রতি তার একটি বিশেষ কারনে মারা যায়। এখানে আশেপাশের প্রায় ১৫টি গ্রামের ভক্তরা আসেন পুজো দিতে। তিনদিন ধরে চলে উৎসবের রেশ। বেশকিছু দোকানপাটও বসে। কয়েক হাজার ভক্তরা নর-নারায়ন সেবার ভোগপ্রসাদ গ্রহন করেন। তবে, এবার সেখানে, শীঘ্রই স্থায়ী মন্দির নির্মানের কাজ শুরু হতে চলেছে, বলে স্থানীয় ভক্তরা দাবি করেছেন।
পূর্বস্থলীর জন্মাষ্টমী উৎসবে যোগদিতে এসে সকল ভক্তদের প্রসাদ গ্রহন করতে হয়। এটাকে, পরিচালন কমিটির ঐতিহ্য বলা যেতে পারে। এবছরও কৃষ্ণনাম সংকৃত্তীনে ৫টি দল উৎসবে যোগ দিয়েছেন। অষ্টমপ্রহর সংকৃর্ত্তনের পর, মঙ্গলবার সকাল থেকে শুরু হবে নগরপরিক্রমা করে সংকৃর্ত্তীন। তারপর দুপুর থেকে শুরু হবে, ভোগপ্রসাদ বিতরণ।