---Advertisement---

জামালপুর এর বিধায়ক ও তৃণমূল সভাপতি রাম লক্ষণ জুড়ি

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

জামালপুর এর বিধায়ক অলোক মাঝি ও তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান রাম লক্ষন জুটি হয়ে আছেন | গোটা পূর্ব বর্ধমানে যেখানে বেশির ভাগ তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে বিধায়কদের সম্পর্ক আদায় কাঁচকলায়, একে অন্যের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে | গোষ্ঠীদন্দে বর্ধমান শহর সহ গোটা পূর্ব বর্ধমান ভুগছে | বিভিন্ন গোষ্ঠীর আলাদা আলাদা অনুষ্ঠান | এক গ্রুপের অনুষ্ঠানে অন্যগ্রুপ গড় হাজির থাকে |

অনেক ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের থেকে তৃণমূল কংগ্রেসের অন্যগোষ্ঠী কে বেশি শত্রু মনে করে | এই অবস্থায় জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝির সঙ্গে মেহমুদ খানের সম্পর্ক গোটা জামালপুর কে ঠান্ডা রেখেছে | একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধা দেখে গোটা বিধানসভা এলাকার মানুষ খুবই খুশি |

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান আবার জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি | মেহমুদ খান এই প্রতিনিধিকে বলেন অলোক মাঝি আর মেহমুদ খান কোনো পার্থক্য নেই | আমরা একে অন্যের পরিপূরক আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই আমরা ভাই ভাই | মেহমুদ খান মানেই অলোক মাঝি আর অলোক মাঝি মানেই মেহমুদ খান |

দুজনের মেলবন্ধনের ও ভালোবাসার প্রতিক্রিয়া গোটা বিধানসভায় কর্মীদের মধ্যে পড়েছে | জামালপুর পরিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট ও এলাকা উন্নয়নে গোটা পূর্ব বর্ধমান কে পথ দেখাচ্ছে|

Leave a Comment