বাদশা(পূর্ব বর্ধমান):-পূর্বস্থলী 1 নম্বর ব্লকের অন্তর্গত জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ ঘোষ মহাশয় এলাকার সমস্ত অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের করণা যোদ্ধা সম্মানে সম্মানিত করলেন ।
করণার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে করনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরায় একমাত্র ভরসা তাই তাদের কে উৎসাহিত করতে নিজ উদ্যোগে তাদেরকে করণা যোদ্ধা সম্মানে সম্মানিত করলেন । এবং স্বাস্থ্যকর্মীরা প্রধান সুভাষ ঘোষ কে রাখি পরিয়ে বরণ করে নিলেন।