---Advertisement---

দেশজুড়ে লকডাউন বৃদ্ধির ফলে পিছিয়ে যেতে পারে IPL, দেখে নিন কবে হতে পারে

By Admin

Published On:

Follow Us
---Advertisement---
দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে মহামারির করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বুধবারই বিসিসিআই (BCCI) জানিয়েছিল, দেশজুড়ে লকডাউন বৃদ্ধি পাওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে আইপিএল। পরে সরকারিভাবে সিদ্ধান্তের পর সেটাই ঘোষণা করা হল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিসিসিআই জানিয়েই দিয়েছে এবছর আর এই কোটি টাকার টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়।
গত মঙ্গলবার আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ড সচিব জয় শাহ এবং বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমল, ভিডিও কনফারেন্সে এক জরুরি বৈঠকেই ঠিক হয়, লকডাউন বেড়ে যাওয়ার ফলে আপাতত আইপিএল আয়োজিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরই বুধবার বেসরকারিভাবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হয়, এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন সম্ভব নয়।
যদিও বোর্ড সরকারিভাবে এখনই মেগা টুর্নামেন্টটিকে বাতিলের খাতায় ফেলেনি। তবে কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এ বছর যে আইপিএল হচ্ছে না, সেই সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। গত ২৯ মার্চ টুর্নামেন্ট শুরুর কথা ছিল। করোনার প্রোকোপে তা পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয়, ১৫ এপ্রিল শুরু হবে আইপিএল। কিন্তু কোথায় কী!

Leave a Comment