---Advertisement---

চারাগাছ বাঁচাতে এবার প্রশাসনের দারস্ত হলো পূর্বস্থলী ১ ব্লকের মীনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় কর্তৃপক্ষ।

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

বাদশা(পূর্ব বর্ধমান):- ১৫ আগষ্ট অথাৎ স্বাধীনতা দিবসকে সামনে রেখে রবিবার তারা স্থানীয় বিডিও এবং কালনা মহকুমা শাসকের হাতে এবিষয়ে স্বারকলিপি তুলেদেন। হাজির ছিলেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেনজিত দাস, বিশিষ্ট শিক্ষক তথা বাংলার গাছমাস্টার হিসাবে পরিচিত অরূপ চৌধুরি প্রমুখ। এদিন মীনাপুর গ্রামের ওই স্কুল থেকে একটি বর্নাঢ্য র্যাললী বের হয়। ছাত্র ছাত্রীদের পাশাপাশি র্যালীতে স্থানীয় গ্রামবাসীরাও হাজির ছিলেন।

উদ্যোক্তোদের দাবি, সবুজায়নের লক্ষ্যে এখন সরকারি ভাবে প্রচুর গাছের চারা বিলি করা হয়। বেসরকারি সংস্থার তরফেও বিনামুল্যে গাছের চারা বিতরণ হয়। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। অনেকেই সেই চারাগাছ জমিতে না লাগিয়ে রাস্তায় ফেলেদেন। এরফলে সবুজায়ন বিস্তার করা যেমন সম্ভব নয়, তেমনই বৃক্ষরোপন কর্মসূচিকে এরা বুড়ো আঙুল দেখাচ্ছে। এবিষয়টিতে নজরদারি রাখা প্রযোজন।

এদিন পূর্বস্থলী ১ ব্লকের বিডিও অফিস থেকে ওই র্যা লী পৌছায় কালনা মহকুমা শাসকের দপ্তরে। উদ্যোক্তরা দুটি স্থানে বৃক্ষরোপন করেন।

Leave a Comment