---Advertisement---

নদীয়ায় স্বয়ং মা লক্ষ্মী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে চললো দুয়ারে সরকার ক্যাম্প।

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

বাদশা(পূর্ব বর্ধমান):-ঘরে ঘরে নিশ্চিত আয় , লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

তবে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেবী লক্ষ্মী ঘুরে দেখছেন দুয়ারে সরকার কর্মসূচীর ফর্ম ফিলাপ।

এমন  বিরল চিত্র ধরা পড়ল আজ নদীয়া জেলার ফুলিয়া বিদ্যামন্দির হাইস্কুলে ,।

ফুলিয়া টাউনশি পঞ্ছায়েতের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি চলছে।

তবে মুখ্যমন্ত্রী ও মা লক্ষ্মীর বেশে এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন দুই বঙ্গতনয়া।

তবে মর্তের লক্ষ্মীদেবী জানাচ্ছেন তিনি স্বর্গ থেকে মর্তে এসেছেন

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ ঠিকঠাক হচ্ছে কিনা

তা দেখতে।

এবং মানুষের উচ্ছাস দেখে খুব খুশি মা লক্ষ্মী ।

এই ক্যাম্পে এসে মুখ্যমন্ত্রী বলেছেন , আমার প্রকল্পগুলি

যেমন – লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী কার্ড, কন্ন্যাশ্রী ,সবুজ

সাথী এগুলি ঠিকঠাক ভাবে হচ্ছে  কিনা তা খতিয়ে দেখছি

আমি।

নদিয়া জেলায় এমন এক অভিনব দুয়ারে সরকার

অনুষ্ঠানে এমন পরিবেশ পেয়ে স্বভাবতই খুশি

দুয়ারে সরকার ক্যাম্পে আশা প্রত্যেকটি মানুষ।

Leave a Comment