বাদশা(পূর্ব বর্ধমান):-পুবাঁকুড়া থেকে কুমড়ো বোঝাই করা একটি সবজির বুলেরো গাড়ি নৃসিংহপুর ঠাকুরতলার যাওয়ার সময় অপরদিক থেকে আসা আরেকটি ফাঁকা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ. এ দিন শুক্রবার সকালে কালনা কাটোয়া এসটিকেকে রোডের উপর নিচু চাপাহাটির কাছে ঘটনাটি ঘটে. ঘটনার পর দুই গাড়ির চালকই আহত হয়।
তাঁদের মধ্যে একজনকে শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে পাঠানো হয়েছে. ঘটনাস্থলে এসে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ. প্রত্যক্ষদর্শীরা এদিন জানান সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এমন সময় হঠাৎই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়. বোলেরো গাড়ির চালককে স্থানীয়রা গাড়ির জানলা দিয়ে বের করে, তারপরই তাঁকে পাঠানো হয় শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে।