---Advertisement---

দুস্থ অসহায় ১০০জন মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলোআটঘরিয়া ঘোষপাড়া দূর্গা উৎসব পূজা কমিটি

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

(পূর্বস্থলী) বাদশা সেখ :-করোনা অতিমারী, লকডাউনে নিদারুণ আর্থিক সঙ্কটে জেরবার গরিব, দুঃস্থ প্রান্তিক মানুষ। এই পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির মারণ কামড় গরিবের খেয়ে পরে বেঁচে থাকার পথ টাকেই কার্যত রুদ্ধ করে তুলেছে। অসহায় মানুষের এই পরিস্থিতির কথা মাথায় রেখে

আটঘরিয়া ঘোষপাড়া দূর্গা উৎসব পূজা কমিটির তাদের নিজ উদ্যোগে এলাকার দুস্থ অসহায় ১০০জন মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন এই বস্ত্র পেয়ে আনন্দিত হয়েছেন সকলেই, পাশাপাশি এলাকার সাধারণ মানুষও।

উপস্থিত ছিলেন :- প্রধান অতিথি হিসেবে লক্ষিকান্ত ঘোষ সহ, ঘোষ পাড়র সমস্ত সদস্য বৃন্দরা

Leave a Comment