নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, গলসি : পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ গলসিতে। গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পঞ্চায়েত সদস্য স্বপন বাগ্দীর অভিযোগ, এদিন দুপুর নাগাদ তিনি রামগোপালপুর স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে তিনি তার বাড়ি ফিরছিলেন। ওই সময় রাম গোপালপুর ও শিল্লার মাঝামাঝি জায়গায় এলে তৃণমূল নেতা মহম্মদ মোল্লার লোক জনরা তার পথ আটকায়। তাকে কিল ঘুষি মারতে থাকে। এরপরই আচমকা তাকে বাঁশ দিয়ে মারধর করে বলে তিনি অভিযোগ করেন। মারের চোটে তিনি মাটিতে লুটিয়ে পরেন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার দাবী পঞ্চায়েতের টেন্ডার অনলাইনে করার জন্যই তাকে মারধর করা হয়েছে। ওই কাজে মহম্মদ মোল্লার লোকজনদের স্বার্থে আঘাত লেগেছে বলে দাবী তার। তাই টেন্ডার হওয়ার পর থেকে তাকে বিভিন্ন ভাবে শাসানি দিচ্ছিল মহম্মদের লোকেরা। আজকে আচমকা তার উপর হামলা চালানো হয়েছে।
