---Advertisement---

গলসিতে পঞ্চায়েত সদস্যকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে

By Web Desk

Updated On:

Follow Us
---Advertisement---
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, গলসি : পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ গলসিতে। গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পঞ্চায়েত সদস্য স্বপন বাগ্দীর অভিযোগ, এদিন দুপুর নাগাদ তিনি রামগোপালপুর স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে তিনি তার বাড়ি ফিরছিলেন। ওই সময় রাম গোপালপুর ও শিল্লার মাঝামাঝি জায়গায় এলে তৃণমূল নেতা মহম্মদ মোল্লার লোক জনরা তার পথ আটকায়। তাকে কিল ঘুষি মারতে থাকে। এরপরই আচমকা তাকে বাঁশ দিয়ে মারধর করে বলে তিনি অভিযোগ করেন। মারের চোটে তিনি মাটিতে লুটিয়ে পরেন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার দাবী পঞ্চায়েতের টেন্ডার অনলাইনে করার জন্যই তাকে মারধর করা হয়েছে। ওই কাজে মহম্মদ মোল্লার লোকজনদের স্বার্থে আঘাত লেগেছে বলে দাবী তার। তাই টেন্ডার হওয়ার পর থেকে তাকে বিভিন্ন ভাবে শাসানি দিচ্ছিল মহম্মদের লোকেরা। আজকে আচমকা তার উপর হামলা চালানো হয়েছে।
ছবি : মাটিতে পরে রয়েছেন পঞ্চায়েত সদস্য স্বপন বাগদী
তবে এ বিষয়ে মহম্মদ মোল্লার ছেলে রহমত মোল্লা বলেন, এটা রাজনীতির কোন বিষয় নয়। স্বপন বাগ্দী দুয়ারে সরকার ক্যাম্পে ২০ টাকার বিনিময়ে ফর্ম বিলি করছিলেন। যা দেখে স্থানীয় তৃণমূল সমর্থকরা বারন করে। স্বপন বাগ্দী তা শোনেন নি। এর ফলে তাদের সাথে বচসা শুরু হয়। সেখান থেকেই মারামারির হয়েছে। তবে গুরুতর কিছু নয়। এরপরই বিষয়টি মিটমাট হয়ে যায়। তাছাড়া পঞ্চায়েতের টেন্ডার প্রসঙ্গে রহমত মোল্লা বলেন, তিন চার বছর হল ওই পঞ্চায়েতের সব টেন্ডার অনলাইন করা হচ্ছে। ওটা মিথ্যা ভাবে তার বাবাকে বদনাম করা হচ্ছে।

Leave a Comment