সংবাদ দাতা পূর্ব বর্ধমান, গলসি : গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপাল পুর গ্রাম পঞ্চায়েত রাইপুর গ্রামে পালন করা হল পঁচাত্তর তম স্বাধীনতা দিবস। সকালে পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী। তাছাড়াও এদিন দলীয় কর্মীরা দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সকল নেতানেত্রী ও কর্মী সমর্থকেরা। দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তাছাড়া ওই অনুষ্ঠানে আগত সকল মানুষকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি খেচুরি খাওয়ানো হয়। সমগ্র ওই অনুষ্ঠানের আয়োজন করেন গলসি ১ নং পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্যা ফজিলা বেগম।











