নিজস্ব সংবাদ দাতা গলসি, ৩১ শে জুলাই : পূর্ব বর্ধমান জেলার গলসির দুটি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে জলের তলায় ডুবে রয়েছে ধানের জমি। যার জেরে ক্ষতির মুখে চাষিরা। গলসি ১ নং ব্লকের শিড়রাই, উচ্চগ্রাম, বুদবুদ ও লোয়া কৃষ্ণ রামপুর ও ২ নং ব্লকের মসজিদপুর, ভূঁড়ি, গোহগ্রাম, আদড়া গ্রাম পঞ্চায়েতের সদ্য রোপন করা ধানের জমি ডুবে রয়েছে জলে তলায়। তাছাড়া কোথাও ডুবেছে ধানের বীজ তলা, সবজির জমি ও পুকুর। যার জেরে মাথায় হাত পরেছে এলাকার বহু ধান, সবজি ও মাছ চাষির।
