---Advertisement---

মাতাল ছেলের হাতে মৃত্যু বাবার

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

বাদশা (পূর্ব বর্ধমান):-কালনায় মদ্যপ গুনধর ছেলের মারে মৃত্যু হল বাবার। বুধবার ভোর রাত নাগাদ ঘটনাটি ঘটেছে কালনা ১ ব্লকের কাঁকুরিয়া পঞ্চায়েতের মেদগাছি এলাকায়। প্রতিবেশীরা গুরুতর অবস্থা বাবাকে প্রথমে মধুপুর ব্লক হাসপাতাল ও সেখানে থেকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কুমুদরঞ্জন হালদার (৭১)। বিকেল নাগাদ বুলবুলি ফাঁড়ির পুলিস ওই বৃদ্ধের ছেলে বিশ্বজিৎ হালদারকে আটক করেছে।

স্থনীয় সূত্রে জানাগিয়েছে, ওই গুনধর ছেলেটি প্রায়দিনই মদ্যপান করে বাড়ি ফেরে। সেই মত মঙ্গলবার রাত ৩টা নাগাদ সে মদ্যপান করে বাড়ি ফেরে। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় সে বারবার ওই দরজা লাথি মারতে থাকে। মৃতের স্ত্রী অঞ্জলি হালদার বলেন, দরজার খিল খুলতে একটু দেরি হয়। তাতেই ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে আমাকে মারধর করতে শুরু করে। একপর একটি ধারালো কাটারি নিয়ে আমাকে পুনরায় মারতে উদ্দ্যত হয়। প্রান ভয়ে ঘর ছেয়ে পালিয়ে বাঁচি। কিন্তু তাতেও ছেলের রাগ কমেনি। ওর বাবা অসুস্থ ছিল। বিছানায় ঘুমাচ্ছিল। আমাকে না পেয়ে বাবাকেই ঘুম থেকে তুলে কিলঘুসি মারতে শুরু করে।

Leave a Comment