এম এস ইসলাম, বর্ধমান
বর্ষা শুরু হল দেরিতে। পূর্ব বর্ধমানে চাষের জন্য আকাশ থেকে বৃষ্টি ও ডিভিসির ক্যানেলের জল চাষীদের মুখে হাসি ফুটিয়েছে। পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা রায়না, খণ্ডঘোষ, মাধবদিহি, জামালপুর, মেমারি, গলসি, কালনা, কাটোয়া সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে আমন চাষ। আকাশ ঘননীল কখনো কখনো ঝমঝম করে নেমে পড়ছে বৃষ্টি সেই অবস্থায় চাষীরা বীজ রোপনে মত্ত আছে।
পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় লেবার সমস্যায় পড়েছে চাষিরা । বাঁকুড়া, পুরুলিয়া থেকে যে লেবার বা মুনিশ আস্ত তারা অনেক ক্ষেত্রে এসে পৌঁছায়নি। এতে বিভিন্ন মাঠে জমি রোপন করতে অসুবিধায় পড়ছে চাষিরা। যদিও বিভিন্ন এলাকার চাষীরা দ্রুত গতিতে আমন রোপন শুরু করেছে। দেরিতে বর্ষা শুরু হলেও চাষের জন্য ঠিক মতো জল পাওয়াই চাষীদের মুখে হাসি ফুটিয়েছে। ঠিকমতো রোপন হলে শস্যগুলো আবার ভরে উঠবে সোনালী ধানে। চাষীদের শ্রম সার্থকতা পাবে