---Advertisement---

রহমানিয়া আল আমিন মিশনে জেলা পুলিশের ট্রাফিক সচেতনতা শিবির

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

প্রতিনিধি:-এম এস ইসলাম (বর্ধমান) পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনে ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সেফ ড্রাইভ সেভ লাইফ ও রোড সেফটি বিষয়ে আলাপ আলোচনা করা হয়। কেন হেলমেট পড়তে হবে, শুধু কি পুলিশের ভয়ে হেলমেট । কিভাবে সিগনাল মানতে হবে গাড়ির কখন ইন্ডিগেটর আগে থেকে চালু করতে হবে, গাড়ির লাইসেন্স থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন আই পি এস শ্রীনিবাসন এমপি, এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক দেবদৃশ বিশ্বাস, ওসি খণ্ডঘোষ সুব্রত বেরা, ওসি রায়না সৈকত মন্ডল, সেহারা ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ পাল, সেহারা আউটপোস্টের ওসি প্রিতম বিশ্বাস, সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সহ মিশনের সমস্ত ছাত্ররা উপস্থিত ছিলেন।

সেহারাবাজার আল আমিন মিশনে প্রশাসণের সচেতনা শিবির

এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী রহমানিয়া আলামিন মিশনের ছাত্রদের প্রশংসা করেন তিনি বলেন এত ডিসিপ্লিন ছাত্র খুব কমই দেখা যায়। সুপ্রভাত চক্রবর্তী ছাত্রদেরকে বিভিন্নভাবে সচেতন করেন হেলমেট কেন পড়তে হবে। মাথা দুর্ঘটনা পড়লে সাব চেয়ে বেশি ক্ষতি হতে পারে সমস্ত বিষয় নিয়ে সচতন করেন। ছাত্রদেরকে বুঝিয়ে বলেন। পুলিশে তরফ থেকে সমস্ত ছাত্রদের চকলেট দেওয়া হয়। ছাত্ররা এই আলোচনা শুনে খুবই সমৃদ্ধ বলে জানালেন। রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক হাজী কুতুব উদ্দিন বলেন রহমানিয়া আলামিন মিশনে ট্রাফিক সচেতনতার শিবির করার জন্য তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রহমানিয়া আলামিন মিশন সর্বদা শিক্ষা ছাড়াও অন্যান্য সামাজিক কাজে যুক্ত থাকে। রহমানিয়া আল আমিন মিশনের পক্ষ থেকে এই প্রশাসনিক আধিকারিকদের ফুলের তোড়া উত্তরিয় দিয়ে বরণ করে সম্পাদক হাজী কুতুবুদ্দিন । সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন রহমানিয়া আল আমিন মিশনের সহ-সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম।