---Advertisement---

ত্রিপুরায় আক্রান্ত বাম নেতাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ গলসিতে

By Web Desk

Updated On:

Follow Us
---Advertisement---

ত্রিপুরায় আক্রান্ত বাম নেতাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ গলসিতে

সংবাদদাতা গলসি : ত্রিপুরায় আক্রান্ত বাম নেতাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের আবেদন করেন পূর্ব বর্ধমান সিপিআইএম জেলা কমিটি। তাদের ডাকে সারা দিয়ে গলসি ২ নং সিপিআইএম এড়িয়া কমিটি উদ্দ্যোগে গন অর্থ সংগ্রহ শুরু হয়েছে। আজ সকালে খেতুড় গ্রামের গরুর হাটে মূলত এই গণ অর্থ সংগ্রহ করা হয়। ডিওয়াইএফআই মনসিজ হোসেন জানিয়েছেন, ত্রিপুরার আক্রান্ত কমরেড দের পাশে দাঁড়াতেই তারা ওই উদ্দ্যোগ নিয়েছেন। বর্তমানে তাদের নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে ত্রিপুরার শাসকদল।

এমন অবস্থায় বিভিন্ন জায়গায় তারা অর্থ সংগ্রহ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ত্রিপুরার ওই জুলুমের তারা তীব্র প্রতিবাদ জানান। এদিনের ওই কর্মসুচিতে উপস্থিত ছিলেন,  সিপিআইএম এর গলসি ২ নং এরিয়া কমিটির ভারপ্রাপ্ত কাজী জাফর আলি, সিটুর জেলা কমিটির সদস্য কম মুস্তাক আহামেদ, ডিওয়াইএফআই এর নেতা মনসিজ হোসেন, বামনেতা তুরুন দাস সহ স্থানীয় নেতৃত্ব।

Leave a Comment