করোনা সংক্রমণের কথা মাথায় রেখেও প্রাথমিক স্কুলগুলি চালু করার পক্ষপাতী ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (ICMR)। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত চিকিৎসা গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, শিশুরা ভাল ভাবে ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে পারে। তাদের দেহে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার কথা ভাবা যেতে পারে।
আইসিএমআর ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, ‘‘ভারত যখন থেকে স্কুল খোলার বিষয়ে ভাবতে শুরু করবে তখন প্রথমে প্রাইমারি স্কুল ও পরে সেকেন্ডারি স্কুল খোলা বুদ্ধির হবে৷ সমস্ত সাপোর্ট স্টাফ তা তিনি বাস ড্রাইভার , শিক্ষক, অন্য কর্মী হন সকলকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে৷”সেপ্টেম্বর থেকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল ২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য চালু হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ ড্রাগ রেগুলেটরের থেকে অনুমোদন পেলেই বাজারে ছোটদের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন পাওয়া যাবে৷