মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে কোভিট- ১৯ প্রতিরোধে পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকার চেক তুলে দিলেন বর্ধমান উত্তর ক্লাব এসোসিয়েশন ভুক্ত বর্ধমান ১ ব্লকের বড়কাশিয়াড়া কিশোর সংঘ
বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিষিদ কুমার মালিক এবং দেওয়ানদীঘি থানার ওসি সঞ্জয় কুমার রায়ের হাতে ৫০০০ টাকার চেকটি তুলে দিলেন উক্ত সংঘের সভাপতি সৌমেন মন্ডল এবং সম্পাদক বসন্ত চ্যাটার্জি।