এম এস ইসলাম, বর্ধমান
চন্দ্র জানে চাঁদে পৌঁছে গেল ভারত। দেশে খুশির জোয়ার। ঠিক সেই সময়ই শস্যগোলা পূর্ব বর্ধমানে সবজির সঙ্গে খাবার চালের দাম বৃদ্ধিতে মানুষের হাহাকার। টমেটো, কাঁচালংকা, আদা, রসুন থেকে শুরু করে বিভিন্ন স্বব্জির দাম বৃদ্ধিতে মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে ঠিক সেই সময়ই শস্যগোলা সারা পৃথিবীর মধ্যে অন্যতম খাদ্য উৎপাদন করার এলাকা পূর্ব বর্ধমানে স্বর্ণ ও ৩৬ চালের দাম বৃদ্ধিতে মানুষ পড়েছে সমস্যায়।
প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হলেও বর্ষাকালে ঠিকমত চালের প্রসেসিং হয় না। তার ফলে ফোড়েরা এবং একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মানুষের সমস্যা বাড়িয়ে তুলেছে। পূর্ব বর্ধমানের রাইস মিল গুলো ধুকছে। কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ট্যাক্সের কারণে বিদেশে চাল রপ্তানি করতে না পারার কারণে রাইস মিল গুলো বন্ধ হওয়ার মুখে। ব্যাপক সম্ভবনা ময় রাইস মিল ইন্ডাস্ট্রি কেন্দ্রের ভ্রান্তনীতির জন্য বন্ধ হতে বসেছে । অতিরিক্ত কুড়ি পার্সেন্ট ট্যাক্স বিদেশে চাল রপ্তানিতে প্রধান বাধা বলে জানাচ্ছেন। বিভিন্নভাবে শস্যগোলার মানুষেরা খাদ্য উৎপাদন করেও নিজেরাই সমস্যার সম্মুখীন। গৃহনির হেসেলে হাহাকার