এম এস ইসলাম, বর্ধমান
রাজ্যের বিভিন্ন প্রান্তে এক বছরে এক হাজার বটগাছ লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কুঞ্জনগর গ্রামের এক যুবক সুফি আলম মুন্সি । পেশায় ইলেকট্রিক মোবাইল ভ্যানের কর্মী। পরিবেশ প্রেমী সুফি আলম মুন্সি বলেন দিন দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তাতে করে বেশি বেশি করে গাছ লাগানো ছাড়া আর কোন উপায় নেই। এমনটাই মত পরিবেশবিদদের। তাই পরিবেশকে ভালোবেসে দীর্ঘদিন ধরে বর্ধমান গাছ গ্রুপের সদস্য হিসেবে কাজ করে গাছ মাস্টার অরূপ চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন প্রান্তকে সবুজে ভরিয়ে তুলতে সহযোগিতা করেছেন এই সুফি আলম মুন্সি।

তবে এবার তার লক্ষ্য এক হাজারটি বটগাছ লাগানোর। তার ব্যক্তিগত পেশার ফাঁকে তিনি শুরু করেছেন বটগাছ সংগ্রহ করা। বিভিন্ন প্রান্ত থেকে বট চারা তুলে যত্ন সহকারে বহন করে বাড়িতে নিয়ে এসে সেই গাছকে বড়ো করতে শুরু করে দিয়েছেন তিনি। এবং পরবর্তীতে সেই গাছ তিনি তুলে দেবেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের হাতে। এই কাজে উৎসাহিত করতে গাছ গ্রুপের পক্ষ থেকে সুফি আলমের নাম দেওয়া হয়েছে বট মুন্সি বাবু।এই বিষয়ে সুফি আলম মুন্সি জানিয়েছেন এই বিশ্বকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে হবে ।