---Advertisement---

NPR নিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলি সতর্ক হোক, বার্তা মমতার

By Admin

Published On:

Follow Us
---Advertisement---
 উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ গোটা দেশে বিজেপি বিরোধী রাজ্যের বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব আনার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
NPR নিয়ে ফের সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেই প্রতিবাদ ছড়িয়ে গদিতে চাইলেন দেশের উত্তর-পূর্বের বিজেপি বিরোধী রাজ্যগুলিতে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তর-পূর্বের যে রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই সেই রাজ্যগুলির প্রশাসনের কাছে আমি আবেদন জানাই NPR করার আগে ভেবে দেখুন।

মমতা বলেন, NPR মারাত্মক একটি খেলা। NPR হল CAA ও NRC চালু করার প্রাথমিক ধাপ। এর অনেক শর্ত আছে। তাই উত্তর-পূর্বের রাজ্যগুলির কাছে আবেদন তাঁরা যেন ভালো করে পড়ে, সাবধানতার সঙ্গে বিচার করে তার পরেই সিদ্ধান্ত নেন।
সেই সঙ্গে সমস্ত রাজ্যকে CAA এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করার আবেদনও জানান বাংলার মুখ্যমন্ত্রী। এরাজ্যে বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব আনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, অন্যান্য রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে রাজ্যে রাজ্যে আলাদ করে CAA বিরোধী প্রস্তাব পাশ করা যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করতে চান মমতা।
ইতিমধ্যে, কেরল ও পাঞ্জাব এই দুই রাজ্যে CAA বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেছে। শুধু তাই নয়, নাগরিকত্ব সংশোধনী আইন কতটা যুক্তিযোগ্য প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আপিল করেছে কেরল সরকার।

Leave a Comment