উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ গোটা দেশে বিজেপি বিরোধী রাজ্যের বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব আনার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
NPR নিয়ে ফের সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেই প্রতিবাদ ছড়িয়ে গদিতে চাইলেন দেশের উত্তর-পূর্বের বিজেপি বিরোধী রাজ্যগুলিতে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তর-পূর্বের যে রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই সেই রাজ্যগুলির প্রশাসনের কাছে আমি আবেদন জানাই NPR করার আগে ভেবে দেখুন।
West Bengal CM Mamata Banerjee: I appeal to governments of all northeastern states and opposition ruled states that before taking any decision on conducting NPR, the state governments should study it carefully carefully. I appeal to all states to pass resolution against CAA. pic.twitter.com/MPNDzq92Ni
— ANI (@ANI) January 20, 2020