---Advertisement---

৬৫ লক্ষ টাকা ব্যয়ে ছাড়িগঙ্গার পাড়ে তৈরি হচ্ছে নতুন অতিথী নিবাস

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

বাদশা(পূর্ব বর্ধমান):-পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আগেই জায়গা করে নিয়েছে পূর্বস্থলীর “চুপী-কাষ্ঠশালী পাখিরালয়”। শীত মরশুম পড়লেই হাজার হাজার পরিযায়ি পাখিরা আসে এখানের ছাড়িগঙ্গায়। নদীর জলে তারা জলকেলি করে। অপূর্ব সেই দৃশ্য। তাদের দেখতেই ভিড় জমায় পর্যটকরা। সেছাড়া এখানে প্রাকৃতিক পরিবেশ ও অপূর্ব। নানা ধরণের গাছে, নানা ধরনের পাখি। তাদের মধুর ডাকে মনপ্রান ভরে যায়।

পর্যটকদের রাত্রিবাসের জন্য বহু আগে অতিথি নিবাস করে দিয়েছে পর্যটন দপ্তর। নতুন করে পিকনিক স্পটের কাছেও হয়েছে অতিথি নিবাস। এমনকি পার্কের মধ্যে ফ্যামেলি কর্টেজ ভাড়া দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও যেন শীতমরসুমে পর্যটকদের রাত্রিবাসের পর্যাপ্ত অতিথি নিবাস মিলছেনা। বাধ্য হয়ে অনেকজনকেই ছুটতে হয় নবদ্বীপে রাত্রিবাসের জন্য।

তবে এর মধ্যেই প্রশাসনের তরফে মিলেছে সুখবর। ছাড়িগঙ্গার পাড়ে নতুন করে তিন কামরার ঘর করার কাজ শুরু হয়েছে। এরজন্য বরাদ্দ হয়েছে ৬৫ লক্ষ টাকা। কাজের তদারিক করবে স্থানীয় পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত। অতিথি নিবাসটি হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। তিনটি পরিবার থাকতে পারবেন।

এছাড়াও প্রশাসনের তরফে জানাগিয়েছে, সম্প্রতি ছাড়িগঙ্গায় জমে থাকা কচুরিপানা পরিস্কার করার জন্যে ১৫ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। এরকাজও শীঘ্র শুরু হবে।

যদিও সিজিন হোক বা অফসিজিন কিংবা কোভিড বিধিনিষেধ। চুপি-কাষ্ঠশালির পাখিরালয়ে সারাবছর ধরেই পর্যটকরা আসেন। নির্জন পরিবেশ তাদের ভালো লাগে।

Leave a Comment