---Advertisement---

মাধ্যমিকে সকলে পাশ,সবচেয়ে বেশি ছাত্রছাত্রী নবম দশম স্থানে

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

এবার  রেকর্ড করল মাধ্যমিক। এ বছর যে সবদিক থেকেই আলাদা তা প্রমাণ করে দিল সদ্য প্রকাশিত মাধ্যমিকের  রেজাল্ট। এই প্রথম ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। তাও আবার পরীক্ষা না দিয়েই।এবার মাধ্যমিকের প্রথম থেকে ১০ তম স্থানে রয়েছেন ১৩২৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে শুধু প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। পর্ষদ সূত্রের খবর ৬৯৭  সর্বোচ্চ নম্বর। তবে এবার নবম এবং দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থী সংখ্যা রয়েছে মেধাতালিকায়।

 করোনা অতিমারির কারণে যেহেতু পরীক্ষায় হয়নি তাই সকলকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে। তবে প্রাপ্ত নম্বর নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে তবে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারে, এমনটাই বলা হয়েছে। মোট ১০ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী এবার মাধ্যমিকের জন্য প্রস্তুত হয়েছিল। তাঁর মধ্যে এবার ছাত্রের সংখ্যা ছিল চার লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল চার লক্ষ ৮৪৯।যেহেতু আগে মাধ্যমিকের কোনও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি তাই পর্ষদ জানিয়েছে রেজাল্টের সঙ্গেই অ্যাডমিট পাবেন ছাত্রছাত্রীরা।

Leave a Comment