রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম ভবানী ভবন চত্বরে৷ নিয়োগপত্র পেয়েও কনস্টেবলের চাকরি পাননি, এই অভিযোগে এ দিন ভবানী ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ ভবানী ভবনের সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা৷
বিক্ষোভকারীদের অভিযোগে, ৮ হাজারের বেশি চাকরি প্রার্থীর মধ্যে ১ ৮৭১ জন চাকরি পেয়েছেন৷ বাকিরা আট মাস অপেক্ষা করার পরেও চাকরিতে যোগ দিতে পারছেন না
ডিসি সাউথের থেকে লিখিত আশ্বাসও দাবি করেন চাকরিপ্রার্থীরা৷কয়েক দফায় পুলিশ কর্তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি৷ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সরে যাওয়ার জন্য পাঁচ মিনিট সময় দেয় পুলিশ৷ বিক্ষোভকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকায় এর পর বিশাল সংখ্যক পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়৷ রাস্তার উপরে বসে থাকা বিক্ষোভকারীদের হাত ধরে টেনে তুলে সরিয়ে দেওয়া হয়৷ বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়৷ কয়েকজন বিক্ষোভকারীর উপরে লাঠি চার্জও করা হয়৷ পুলিশ কড়া মনোভাব নিতেই বিক্ষোভকারীরা সরে যায়৷ বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানেও তোলা হয়৷