করোনার কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ঘরবন্দী নিজের ঘরকেই মসজিদ বানান স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। জনসমাগম যাতে না হয় এজন্য মসজিদ গুলোতে নামাজ আদায়ে নিরুৎসাহিত করা হচ্ছে মুসল্লিদের। এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মুসলমাদের নিজেদের ঘরটাকেই মসজিদ বানাতে বলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় সমস্ত মুসলিমদের এই আহ্বান জানান তিনি। So, এটাকে নেতিবাচক হিসেবে না দেখে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে বলেছেন তিনি।
BUT তিনি বলেন, এমনটা ভেবো না যে, মসজিদে যেতে মানা করা হয়েছে। বরং এটা ভাবুন যে, আমাদের ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতোই আমাদের ঘরও এখন গুনাহগার হয়ে গেছে। আসুন নিজের ঘরকে আগে পরিশুদ্ধ করি। কিছুদিন আমরা ঘরেই নামাজ পড়ি।