সফিকুল ইসলাম (দুলাল ), বর্ধমান : পূর্ব বর্ধমানের নবাব হাটের বাসিন্দা সেখ হালিম লক ডাউনে গরিবদের ত্রাতা হয়ে উঠেছেন | গত 31 শে মার্চ থেকে আজ পর্যন্ত গরিব এলাকায় খাদ্য শস্য নিয়ে পৌঁছে যাচ্ছেন তিনি |
এই কয় দিনে বর্ধমানের নবাব হাট, দীঘির পার, মিলিক পাড়া, চান্দুল, সিব্দে, লক্ষীপুর মাঠ,, বিজয় রাম, সিমডাল, আলম পুর প্রভিতি গ্রামে দশ হাজারের বেশি মানুষের কাছে চাল, আলু, পিয়াঁজ, মসুরডাল, সাবান, সর্ষের তেল নিয়ে মানুষের পাশে থেকে ছেন | সেখ মইনুল হকের পাঁচ পুত্র এক কন্যা তার মধ্যে বড় ছেলে এই হালিম |
তিনি কলমের এই প্রতিবেদক কে বলেন আমার ক্ষমতা থাকতে কাওকে অভুক্ত থাকতে দেবোনা | বর্ধমানের নবাব হাটের সুদৃশ্য ইন্ডিয়ান গ্লাস হাউসের মালিক, রোজকারের একটা বড় অংশ গরিবদের কাজে লাগান | তিনি বলেন আল্লাহ তাঁকে সামর্থ দিয়েছেন তিনি মানুষের পাশে থাকবেন | রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী |
বর্ধমান উত্তরের জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন | মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ করেন | তার কাছে সাহায্যের জন্য গেলে কেও ফেরেনা |
সমাজসেবার ক্ষেত্রে রাজনীতির উর্দ্ধে জাতি ধৰ্ম,বর্ণ নির্বিশেষে সবার জন্য তিনি কাজ করতে ভালো বাসেন | দুই সন্তানের জনক স্ত্রী সেখ সমীরণের সুখী সংসার | তার একটায় বার্তা করোনা ভাইরাসের মোকাবেলায় লক ডাউন চলছে এই অবস্থায় গরিব মানুষরা খুবই অসুবিধার মধ্যে আছে, তার মত অনেকেই জেনো এই অসহায় মানুষদের পাশে থাকে |